Posts

ইস্তেহার

Image
ইস্তেহার -শুভদীপ রায় আমাদের স্থবিরতা ছড়িয়ে পড়ছে মৃত ঘাসজমি ছুঁয়ে, রূপান্তরের কোনো মায়াময় আলো নিয়ে আরো কিছুদূর- তোমার আদর শুঁকে মনুষ্যজন্মটুকু যেখানে এখনো বাদবাকি যাবতীয় দম্ভের দুর্ভিক্ষে নিয়মিত জোঝে, সেখানে পতনলোভী বিজারিত রাষ্ট্রের লালসার নামে আরো কিছু মৃত্যু লেখা হবে বলে সকালের মতো একরাশ মুখে বুকে আনন্দ লাগে, আরো কিছু নিরুক্ত হলফনামায় যারা এতকাল আরোগ্য কামনা করেছে তাদের শোষণগল্পে ভরে গেছে ঘাসজমি, যৌথখামার,  তাদের স্বেদবিন্দু ধানশিষ ছুঁয়ে মাটির গভীরে আরো স্বপ্ন পুঁতে গেছে… আমাদের স্থবিরতা হারিয়ে যাচ্ছে ঐ স্বপ্নসিক্ত ওমে, মুক্তি তোমার প্রেমে- মুক্তি তোমার নামে- ঠোঁট ছুঁয়ে নেমে এসে মিছিলের পথে,  ছেপে যায় প্রেমিকের ইস্তেহার হয়ে (সাথী হাতিয়ার,শারদ ২০২৩)

অন্ধেরা সার বেঁধে দাঁড়াও -১

Image
অন্ধেরা সার বেঁধে দাঁড়াও - ১ -শুভদীপ রায়  অন্ধেরা সার বেঁধে দাঁড়াও, একে একে শব্দ করো দেখি- কতটা মানুষ বেঁচে আছে, নাকি ভিড়ে সবটাই মেকি! মানুষ না হোক, তবু যদি, বেঁচে আছ মনে হয়ে থাকে- কতটা আগুন রয়ে গেছে- খিদের উপর্যুপরি ডাকে? নাকি তাও বকলেশে বেঁধে, সঁপিয়াছ মালিকের পায়ে? ইশারায় ধরেছ শিকার?- যতটুকু ভাগ পাওয়া যায়! ভেবেছ কী আর বেশী হবে- এইটুকু ভুল মেনে নিলে! এইভাবে অপরাধস্তুপে রোজই ঢেকে গেছ তিলে তিলে। বোঝো নি আদৌ এতটুকু, অন্ধ হয়েছ আগে তাই, যাকে ছিঁড়ে চিবিয়ে খেয়েছো, সে তোমারই - বাপ-বোন-ভাই!

অন্ধকারের চিত্রমালা

Image
অন্ধকারের চিত্রমালা -শুভদীপ রায় (নেপোলিয়নীয় যুদ্ধপরবর্তী স্পেনের উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে, ১৯১৯-১৯২৩ খ্রীষ্টাব্দে চিত্রকর ফ্রান্সিস্কো গোয়ার তুলিতে ধরা দেয় মানুষের গোপন লালসা, অসহায়তা, নিষ্ঠুরতা ও বিপর্যয়ের নানা আঙ্গিক। "ব্ল্যাক পেইন্টিংস্" নামে বিখ্যাত যথাক্রমে “স্যাটার্নো দেভরান্ড আ সু হিজো”, “এল পেরো”, “ডোস ভিয়েজস”, “হম্ব্রেস লেয়েন্ডো”, “জুদিথ হলফার্নেস”, “ডস মুজেরেস ই উন হম্ব্রে”, “লা লেওসাদিয়া”, “ডুয়েলো এ গোরোটাজোস”, “ডোস ভিয়েজোস কমিয়েন্ড সোপা”, “প্রসেশন দেল সেন্ত অফিসিও”, “অ্যাকুইলারে”, “লা রমেরিয়া দিসান ইসিড্রো”, “অ্যাস্মডিয়া” ও “অ্যাত্রপস” এই ১৪টি অসামান্য সৃষ্টি থেকে অনুপ্রাণিত হয়ে বর্তমান সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটের ভাষ্যস্বরূপ আমার উপলব্ধিসঞ্জাত এই গুচ্ছকবিতার রচনা।) ❑ খিদে বেঁচে থাকাই একমাত্র জীবনধর্ম।  তাই, বিরুদ্ধে প্রকৃতি তবু যৌনপিপাসা নিয়ে আরো বেঁচে থাকাটুকু সুনিশ্চিত করা। কিন্তু, যে পেট্রিডিসে অ্যাসিডের নামে লাখ লাখ অপত্যের মৃত্যু লেখা আছে, তার জন্য কী রেখেছ - অসহ যন্ত্রণার  তোমার এ সঞ্চয়ে স্থিতপ্রজ্ঞ অভিশপ্ত উত্তরাধিকারে?- এইসব চিন্