ইস্তেহার


ইস্তেহার
-শুভদীপ রায়

আমাদের স্থবিরতা ছড়িয়ে পড়ছে মৃত ঘাসজমি ছুঁয়ে,
রূপান্তরের কোনো মায়াময় আলো নিয়ে আরো কিছুদূর-
তোমার আদর শুঁকে মনুষ্যজন্মটুকু যেখানে এখনো
বাদবাকি যাবতীয় দম্ভের দুর্ভিক্ষে নিয়মিত জোঝে,
সেখানে পতনলোভী বিজারিত রাষ্ট্রের লালসার নামে
আরো কিছু মৃত্যু লেখা হবে বলে সকালের মতো
একরাশ মুখে বুকে আনন্দ লাগে,
আরো কিছু নিরুক্ত হলফনামায় যারা এতকাল আরোগ্য কামনা করেছে
তাদের শোষণগল্পে ভরে গেছে ঘাসজমি, যৌথখামার, 
তাদের স্বেদবিন্দু ধানশিষ ছুঁয়ে মাটির গভীরে আরো স্বপ্ন পুঁতে গেছে…

আমাদের স্থবিরতা হারিয়ে যাচ্ছে ঐ স্বপ্নসিক্ত ওমে,
মুক্তি তোমার প্রেমে-
মুক্তি তোমার নামে- ঠোঁট ছুঁয়ে নেমে এসে মিছিলের পথে, 
ছেপে যায় প্রেমিকের ইস্তেহার হয়ে

(সাথী হাতিয়ার,শারদ ২০২৩)

Comments

Popular posts from this blog

অন্ধকারের চিত্রমালা

অন্ধেরা সার বেঁধে দাঁড়াও -১